রাঙ্গুনিয়ার সন্ত্রাসী তোফায়েলকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ তোফায়েল আহমেদ ওরফে তোলাইয়্যাকে (৫২) গণধোলাই দিয়ে সেনাবাহিনীর সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করেছেন সাধারণ মানুষ। গতকাল বুধবার সকালে হাটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকার স্থানীয় লোকজন তাকে মারধর করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। তার বিরুদ্ধে রাউজান, রাঙ্গুনিয়া, চন্দ্রঘোনা থানায় একাধিক খুন, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ও চুরিডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। সরফভাটায় দীর্ঘদিন ধরে অপরাধ সাম্রাজ্য কায়েম করা গ্রেফতার তোলাইয়্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলানাগ্রামের গঞ্জম আলী সরকার বাড়ির আবুল কালাম ওরপে আবুল হোসেনের ছেলে। একইদিন বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতার তোলাইয়্যাকে জনগণের হাত থেকে উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।এর মধ্যে ১০টি পরোয়ানামূলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, বহুল আলোচিত কামাল গ্রুপের প্রধান কামালের নেতৃত্বে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তোফায়েল। সে দীর্ঘসময় সরফভাটা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং নানা অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ও চুরিডাকাতিসহ একাধিক মামলা দায়ের রয়েছে। উক্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষে দীর্ঘদিন ধরে পুলিশ সরফভাটা এলাকাসহ আশপাশের থানা এলাকায় অভিযান পরিচালনা করে এবং সোর্স নিয়োগ করে। সোর্সের তথ্যের ভিত্তিতে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় অবস্থান করায় গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় জনসাধারণ আটক করে দক্ষিণ রাঙ্গুনিয়া পুলিশকে সংবাদ দেয়। তারই তথ্যের ভিত্তিতে উক্ত আসামিকে থানা পুলিশ নিজ হেফাজতে নিয়ে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ ১৫ অক্টোবর থেকে কার্যকর
পরবর্তী নিবন্ধদীর্ঘদিন ধরে বন্ধ উন্নয়ন কাজ, দুর্ভোগে যাত্রীরা