রাঙ্গুনিয়ার মানুষ আর মুখের উন্নয়ন চায় না : ডাঃ এটিএম রেজাউল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ৯:৩৪ অপরাহ্ণ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন।

গণসংযোগকালে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ প্রতিশ্রæতি শুনেছে, কিন্তু বাস্তব পরিবর্তন দেখেনি। এবার সময় এসেছে নীতিবান ও জবাবদিহিমূলক নেতৃত্ব বেছে নেওয়ার।”

তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ার মানুষ আর মুখের উন্নয়ন চায় না। তারা চায় বাস্তবভিত্তিক কাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের অধিকার রক্ষায় সাহসী নেতৃত্ব।”

নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে তিনি বলেন, “আমি সংসদে যেতে চাই জনগণের কণ্ঠস্বর হয়ে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য দূর করা, গ্রামভিত্তিক অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মমুখী সুযোগ সৃষ্টি করাই হবে আমার মূল লক্ষ্য।”

ডাঃ রেজাউল করিম বলেন, “এই নির্বাচন ক্ষমতা বদলের নয়, বরং নীতির পরিবর্তনের নির্বাচন। দাঁড়িপাল্লা প্রতীক ইনশাআল্লাহ ন্যায়, সততা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে প্রমাণিত হবে।”

শেষে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভয় নয়, লোভ নয়- সচেতন সিদ্ধান্ত নিন। আপনার একটি ভোটই পারে আগামীর রাঙ্গুনিয়াকে নতুন পথে এগিয়ে নিতে।”

বেতাগীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেল ও আইফোন কেনার জন্য অপহরণ নাটক
পরবর্তী নিবন্ধরাতের আঁধারে লোহাগাড়ায় ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা নিয়ে গেল চোর