রাঙ্গুনিয়ার পারুয়ার সাথে মরিয়মনগর ডিসি সড়কের বিকল্প সংযোগ সড়ক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার মরিয়মনগর ডিসি সড়কের সাথে পারুয়া ডিসি সড়কের আরও একটি বিকল্প সংযোগ সড়ক হচ্ছে। মরিয়মনগর ডিসি সড়কের ধামাইরহাট বাজারের ব্রাহ্মণ পুকুর পাড় এলাকা দিয়ে এই সড়কটি হতে যাচ্ছে। এটি পারুয়া ডিসি সড়কের ফুলবাগিচা দিয়ে সংযুক্ত হবে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কবির আহাম্মদ নামের ওই সড়কটি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে উন্নয়ন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
গতকাল মঙ্গলবার সড়কটির উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়। সড়কটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহাম্মদ ছৈয়দ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপ সহকারী প্রকৌশলী কাজী জালাল উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ও ঠিকাদার আলমগীর কবির, জসিম উদ্দিন তালুকদার, ইউনুছ মিয়া লেদ, মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ ইউসুফ উদ্দিন, সাদ্দাম হোসেন, সাইফুদ্দিন মাসুদ প্রমুখ। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন প্রমুখ। উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, সড়কটি ধামাইরহাট বাজারের ব্রাহ্মণ পুকুর থেকে শুরু হয়ে ফুলবাগিচা দিয়ে মরিয়মনগর ও পারুয়া ডিসি সড়ককে যুক্ত করেছে। ১৭৬০ মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার প্রস্থের এই সড়কটি আড়াই কোটি টাকা ব্যয়ে আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হচ্ছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় ৯টি কালভার্ট এবং ১৪৪ মিটার গাইডওয়াল নির্মাণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমনের চোখ ফোটাতে পারেন একজন শিক্ষক
পরবর্তী নিবন্ধবাগমনিরাম ওয়ার্ডে রিকশা ও ভ্যান বিতরণ