রাঙ্গুনিয়ার পারুয়াতে খেলার মাঠের দাবি স্থানীয় যুবকদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে যুব সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে স্থানীয় যুবকদের উদ্যোগে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য শুধু খেলাধুলা নয়; বরং যুব সমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে সচেতন করা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। বর্তমানে পারুয়া ইউনিয়নে সরকারি কোনো খেলার মাঠ না থাকায় তরুণদের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। স্থানীয় যুবকদের দাবি, খেলাধুলার উপযুক্ত পরিবেশ না থাকায় অনেক তরুণ অনাকাঙ্ক্ষিত কাজে জড়িয়ে পড়ছে। একটি স্থায়ী সরকারি খেলার মাঠ গড়ে উঠলে যুবসমাজ নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। তারা আরও বলেন, একটি খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন তৈরির কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন সিকদার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক উদয়ন বড়ুয়া, মো. রুবেল, ইমাম হোসেন, আজিজুল হক লিটন, মো. শাহাবুদ্দিন, মো. মোশাররফ প্রমুখ। উদ্বোধনী দিনে ৮ ও ৯নং ওয়ার্ড খেলায় অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধবাফুফের বিশেষ কোচের তালিকায় পতেঙ্গার ফরিদ উদ্দীন
পরবর্তী নিবন্ধএসজিসিসিপি নাইট গল্‌ফ টুর্নামেন্টের সমাপনী