রাঙ্গুনিয়ার তিন ইউনিয়নে উন্নয়ন ও মানবিক সেবার একাধিক প্রতিশ্রুতি দিলেন ডাঃ রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৬:৩৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী চিকিৎসক ডাঃ এটিএম রেজাউল করিম শুক্রবার দিনব্যাপী সরফভাটা, রাজানগর ও লালানগর এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

দিনের শুরুতেই তিনি সরফভাটা ১,২ ও ৩নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মীরেরখীল প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি সেখানে হয়রত নেছার উল্লাহ শাহ মাজারে জেয়ারত করেন। বিকেলে রাজানগর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ে অংশ নিয়ে তিনি জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং এলাকার সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরেন।

সন্ধ্যায় লালানগরে অনুষ্ঠিত উঠান বৈঠকে ডাঃ রেজাউল করিম বলেন, “রাজনীতিকে আমি সেবার মাধ্যম হিসেবে দেখি। মানুষের পাশে থাকা, এটাই আমার প্রতিশ্রুতি। রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের পাশে থাকা- এটাই আমার রাজনীতি। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য আর মানবিক সেবাই হবে আমার মূল অঙ্গীকার।”

গণসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা ডাঃ রেজাউল করিমের মানবিক উদ্যোগ, চিকিৎসাসেবা এবং উন্নয়নধারার প্রশংসা করেন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পূর্ববর্তী নিবন্ধলামার সেনা সদস্য আকাশ ঢাকায় গাড়ি চাপায় নিহত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ির মামলায় জেলে মেয়ের জামাই