রাঙ্গুনিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে গত বুধবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীদের শাপলা, গোলাপ ও জবা এই তিন দলে বিভক্ত হয়ে এদিন দেশীয় পিঠা প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ৎপ্রতিযোগিতার শুরুতে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ হানিফ রাজু। প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ওমর ফারুক, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মোহাম্মদ আবদুল মুনাফ, মফিজুর রহমান, একরাম উল্লাহ, সাইফুল ইসলাম খোকন, শফিউল আজম চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আন্তঃ স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধএমন সাকিবকেই সবসময় দেখতে চান মাশরাফি