রাঙ্গুনিয়ার জিয়ানগরে মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এসময় নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তার দেখানো পথেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। তারা বলেন, গত ৪৭ বছরে এই দলকে ধ্বংস করার জন্য অসংখ্য মামলা, হামলা, গুম ও খুন চালানো হয়েছে। অথচ কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দুর্বল করতে পারেনি। বরং প্রতিটি দমনপীড়ন আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মিয়া ভোলা, এম এ আজিজ, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, ইসকান্দর মির্জা, মুজিবুল হক, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মোহাম্মদ জাফর আহমেদ, গাজী আইয়ুব, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধরাউজানে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার