চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই ডিসপ্লে প্রদর্শন, জাতীয় ও ক্রীড়া সংগীত, শপথ বাক্য পাঠ এবং মশাল জ্বালিয়ে মাঠ প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়।
এরপর মোরগ লড়াই, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক ও চাকতি নিক্ষেপ, দৌড়, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। কর্ণফুলী, মেঘনা, যমুনা এবং পদ্মা এই চার নদীর নামে চারটি স্টল দিয়ে শিক্ষার্থীরা বিভক্ত হয়ে তাদের পরিবেশনায় মুগ্ধ করেন উপস্থিত সকলকে। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ, মোহাম্মদ ইদ্রিস, নির্বানী তোষ সাহা ভাস্কর, অসীম বরণ সুশীল, মোহাম্মদ আলমগীর, প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, খোরশেদ আলম, আবু তৈয়ব সিদ্দিকী, সিরাজুল ইসলাম, কমল দাশ, সঞ্জিত সুশীল, মোহাম্মদ রাসু, নন্দীতা বিশ্বাস প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক রুবায়েত রাশেদ এবং শাহ আলম। প্রতিযোগিতা জুড়ে বিদ্যালয়ের স্কাউট লিডার মির্জা তানভিরের নেতৃত্বে শিক্ষার্থীদের স্কাউট পরিবেশনা দেখানো হয়।












