রাঙ্গুনিয়ার ইউপি সদস্য নগরীতে গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন তালুকদার মোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। তিনি জানান, তাকে থানা ভাঙচুর ও মাদক মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি ওয়ারেন্ট এবং দুটি নিয়মিত মামলা আছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিস যেন অনিয়মের হাট!
পরবর্তী নিবন্ধপ্রথমে কারে ধাক্কা, এরপর রেলিংয়ের ওপর উঠে গেল যাত্রীবাহী বাস