রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাহাব মিয়া তালুকদারকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ২টার দিকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে নগরীর বালুছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত নুরুল হক তালুকদারের ছেলে। তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তার সাহাব মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।