চট্টগ্রাম নগরীতে মোঃ মহিউদ্দিন মোহন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন মোহন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক এবং সাবেক মন্ত্রী ডঃ হাসান মাহমুদের অনুসারী বলে জানা গেছে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।












