রাঙ্গুনিয়াজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, দুর্ভোগ

গণছুটিতে ৭৩ কর্মী

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একসাথে গণছুটিতে গেছেন পল্লী বিদ্যুতের ৭৩ জন কর্মী। এতে রাঙ্গুনিয়াজুড়ে তীব্র বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কোন কোন এলাকায় দিনে ৮/১০ বার বিদ্যুৎ আসা যাওয়া করছে। কোথাও আবার ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে টানা বিদ্যুৎ নেই বলে জানিয়েছে ভুক্তভোগী এলাকার বাসিন্দারা। এতে তীব্র ভোগান্তিতে থাকা গ্রাহকদের মাঝে বাড়ছে উত্তেজনা।

পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া কার্যালয়ের ১০৩ জন কর্মীর মধ্যে ৩৭ জন লাইনম্যান, মিটার রিডার ও অন্যান্য কর্মীসহ বর্তমানে ৭৩ জন কর্মী গণছুটিতে রয়েছেন। অনুপস্থিতির কারণে পারুয়া, ইছামতী, পূর্ব সৈয়দবাড়ি ও হোছনাবাদ এলাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এসব এলাকায় বিদ্যুৎ না থাকায় গৃহস্থালি, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মারাত্মক সমস্যায় পড়েছেন। বিশেষ করে পরীক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা প্রবাসী মো. ইকবাল হোসেন জানান, গত সোমবার বিকাল থেকেই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাহেবনগর এলাকায় বিদ্যুৎ নেই। সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেও কোন লাভ হচ্ছে না। এতে এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি২ ধামাইরহাট কার্যালয়ের এজিএম জানান, অফিসে কোন লাইনম্যান নেই। বাইরে থেকে কর্মী এনে কাজ করাতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই আসলে কোন কাজ করা যাচ্ছে না। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি২ রাঙ্গুনিয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, একসঙ্গে এত কর্মী ছুটিতে থাকায় জরুরি ভিত্তিতে কাজ করা যাচ্ছে না। তবে বিকল্প উপায়ে রাউজান থেকে ঠিকাদাবের লোক এনে কাজ চালানো হচ্ছে। তাদের কাজ সারাতে প্রচুর সময় লাগছে। আশা করি যেখানে ত্রুটি রয়েছে, সেটা সারানো শেষে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত এমন সমস্যায় পড়তে হচ্ছে। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধডাকসু নির্বাচনে খবর সংগ্রহের সময় অসুস্থ হয়ে সাংবাদিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধস্বর্ণের দামে টানা রেকর্ড, ভরি ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা