রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, সমস্যার কথা শোনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। গণসংযোগের পাশাপাশি ডা. রেজাউল করিম এলাকার কয়েকজন প্রয়াত ব্যক্তির কবর জেয়ারত করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
উঠান বৈঠকে তিনি বলেন, মানুষ আমাকে ভালোবাসে সেবার জন্য, ক্ষমতার জন্য নয়। আগামী দিনেও রাঙ্গুনিয়ার মানুষ যেন সহজ–সুলভ চিকিৎসা, শিক্ষা ও উন্নত জীবনের অধিকার পায়– সেটিই হবে আমার মূল অঙ্গীকার। রাঙ্গুনিয়ার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে মানুষের পাশে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে ইসলামপুরসহ পুরো রাঙ্গুনিয়াকে পরিবর্তনের নতুন ধারায় নিয়ে যেতে পারব। গণসংযোগকালে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।











