রাঙ্গুনিয়ার পোমরায় অবস্থিত সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের ২ দিন ব্যাপি আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিনে আয়োজন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শাফায়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক বি, ইউ,এম এমরান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউ, সি গ্রুপের প্রতিনিধি মাহমুদ হাসান রুমি। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি মশাল প্রজ্জলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। শপথ বাক্য পাঠ করান সভাপতি ও অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন আহমেদ। এরপর শুরু হয় মুল পর্ব ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে ছাত্র–ছাত্রীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতাকে করে তুলে প্রাণবন্ত। ইভেন্টে মধ্যে ছিল ছাত্রদের ১০০ ও ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, এবং ছাত্রীদের ১০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, অন্ধদের বেলুন ফুটানো, মার্বেল চামচ নিয়ে দৌড়, যেমন খুশি তেমন সাজ,ইত্যাদি। সকল ইভেন্ট সফলভাবে শেষ করে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ ঘোষণা করা হয়।