রাঙ্গুনিয়া সরফভাটায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার সরফভাটায় হযরত ইয়াছিন শাহ স্পোর্টিং ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত ইয়াছিন শাহ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আনোয়ার ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করেন। ক্লাবের আহবায়ক কামরুল ইসলামের সঞ্চালনে খেলায় প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. ইফতেখার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সরফভাটা ইউনিয়ন স্বেচ্ছা সেবকদল আহবায়ক ফরিদুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি এম.রফিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধরিয়ালকে লজ্জা দিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সা
পরবর্তী নিবন্ধরংপুরের সাতে সাত জয়