রাঙ্গুনিয়া সরকারি কলেজে বিদায় সংবর্ধনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া সরকারি কলেজে বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষক সম্মিলন শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজ মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের বিদায়ী উপাধ্যক্ষ এ কে এম সুজা উদ্দীন ও নিরাপত্তা প্রহরী ওয়াকিল আহমদকে সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষক সম্মিলন কমিটির আহবায়ক আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ। আলোচনায় অংশগ্রহণ করেন প্রাক্তন শিক্ষকদের মধ্যে অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, উপাধ্যক্ষ সরোজ কান্তি বিশ্বাস, অশ্রম্ন বিজয় নন্দী, . পিন্টু মুৎসুদ্দি, মৃদুল কান্তি দে, মোহাম্মদ ইয়াসিন, . সৌমিত্র বড়ুয়া, সৈয়দ মোহাম্মদ নাসিম উদ্দিন, এন কে এম শাহারিয়ার, পুলক চক্রবর্তী। কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মোকতার হোসেন, . মর্তুজা মোর্শেদুল আনোয়ার, হোমায়রা রওশন, নাসির উদ্দিন সিকদার, সাবিত্রী দাশ, নাছিমা আকতার প্রমুখ।

শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধউৎপাদন থেকে বিপণন, দালালে জিম্মি মহেশখালীর লবণ চাষিরা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রমজান মাসব্যাপী বিনামূল্যে কোরান শিক্ষা