রাঙ্গুনিয়া শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইছাখালী টাইগার ক্লাব

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া শেখ রাসেল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইছাখালী টাইগার ক্লাব। গতকাল পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে পানছড়ি ফুটবল একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইছাখালী টাইগার ক্লাব। র্নিধারিত সময়ে খেলাটি ১১ গোলে ড্র ছিল। খেলার প্রথমার্ধে ইছাখালী টাইগার ক্লাব ১০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল শোধ করে সমতায় ফেরে পানছড়ি ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে ১১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। পরে টাইব্রেকারে জয় পায় ইছাখালী টাইগার ক্লাব। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার সালাউদ্দিন। এদিন খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন সাবেক কৃতি ফুটবলার আবদুল করিম। প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক দলনেতা আরমান আজিজ। স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়া শেখ রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এমরুল করিম রাশেদ। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হারুন আল রশিদ। টুর্নামেন্ট উদযাপন কমিটির আহবায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রথম সেমিফাইনালে অলস্টার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল উল্কা সংঘ ফুটবল একাদশ। ফাইনালে এখন মুখোমুখি হবে উল্কা সংঘ ও ইছাখালী টাইগার ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগ শুরু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন