রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির উদ্যেগে আয়োজিত শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্ট পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এরই মধ্যে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সেমিফাইনালে উঠেছে চারটি দল। যেসব দলে ইতিমধ্যেই বিদায় নিয়েছে সে সব দলের হয়ে খেলেছে জাতীয় পর্যায়ের ফুটবলার। এমনকি বিদেশী ফুটবলারও এই টুর্নামেন্টের বিভিন্ন খেলায় অংশ নিয়েছে। প্রতিটি খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। একদিকে মাঠের ভেতর তারকা খেলোয়াড়দের শৈল্পিক ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন যখন চলছিলো অন্যদিকে মাঠের বাইরে দর্শকদের উন্মাদনায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের আসর জমজমাট হয়ে ওঠে। দর্শকদের এই উপচে পড়া ভালোবাসা, ‘শেখ রাসেল ফুটবল একাডেমির অর্জন’ বলে উল্লেখ করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক এমরুল করিম রাশেদ। খেলার অন্যতম পরিচালক কৃতি ফুটবলার আবদুস সবুর বলেন, প্রতিটি খেলায় ৫–১০ হাজারেরও অধিক দর্শক সমাগম হয়েছে। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটিতে রাঙ্গুনিয়ার অলস্টার স্পোর্টি ক্লাব মুখোমুখি হবে বেতাগী উল্কা সংঘের। দ্বিতীয়টিতে ইছাখালী টাইগার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে পানছড়ি ফুটবল একাডেমির সাথে। খেলা দুটি উপভোগ করতে আয়োজকদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।