রাঙ্গুনিয়ার সিবিএ শ্রমিক নেতা মরহুম সৈয়দুল বশর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভা ২ নম্বার ওয়ার্ড দক্ষিণ নোয়াগাঁও ইয়াং ষ্টার ক্লাব আয়োজিত টুর্নামেন্টে এদিন সেমিফাইনালের দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় আশরাফুজ্জামান স্মৃতি ফুটবল একাদশ উত্তর রাঙ্গুনিয়া ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে দ্বিতীয় খেলায় দক্ষিণ নোয়াগাও পশ্চিম পাড়া ফুটবল একাদশ টাইব্রেকারে মাইজপাড়া ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে। খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহবায়ক মাহবুব ছাফা। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর শুক্কুর। ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ সেকান্দর হোসেন, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মহসিন, পৌরসভা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দুল ইসলাম, শ্রমিক দল নেতা আবুল হোসেন, রেজাউল করিম, যুবদল নেতা ওসমান গনি, জিয়া স্মৃতি সংসদ রাঙ্গুনিয়া পৌরসভা ১ ও ২ নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম রসূল, পৌরসভা যুবদলের যুগ্ন আহবায়ক এস এম মনির, নাসের হোসেন, এনাম খান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম, যুবদল নেতা নাছির উদ্দীন ছোটন, মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ দিদার, মুহাম্মদ রিজুয়ান, পৌর যুবদল নেতা হিরো আলম, মো. রাজু, মো. মুন্না, মো. বক্কর, পৌরসভা ১নং ওয়ার্ডের জিয়া ঐক্য পরিষদের সভাপতি নুরুল আবছার বাচা প্রমুখ।