রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙে ৭ টি ল্যাপটপ নিয়ে গেছে চোরের দল। শনিবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান বলেন, রাতে বিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে চোর ঢুকে
কম্পিউটার ল্যাবের কক্ষের তালা ভেঙে ৭টি ল্যাপটপ নিয়ে যায়। পরদিন সকালে (গতকাল ৯ ফেব্রুয়ারি) শিক্ষক রহিম উদ্দিন সিকদার স্কুলে গিয়ে দেখেন কক্ষের তালা ভাঙা। পরে সহকারী প্রধান শিক্ষক–কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের বাইরে একটি কার্টনের ভেতর ১৪টি ল্যাপটপ এবং পাশে একটি মনিটর ও প্রজেকশন টিভি দেখতে পান।’ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম বলেন, ল্যাবে মোট ২১টি ল্যাপটপ ও একটি ওয়াল টিভি ছিল। টিভি ও ১৪টি ল্যাপটপ কক্ষের বাইরে পাওয়া গেলেও ৭টি ল্যাপটপ পাওয়া যায়নি। স্কুলে নাইটগার্ড থাকলেও ল্যাবের ভবনটি ক্যাম্পাসের পশ্চিমাংশে নিচু ও নির্জন জায়গায় বলে জানান তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়েও একই প্রক্রিয়ায় তালা ভেঙে ৯টি ল্যাপটপ, বৈজ্ঞানিক সামগ্রীসহ মূল্যবান মালামাল চুরি হয়েছিলো।