চট্টগ্রামের রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম এ) মাদ্রাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত মঙ্গলবার সকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন তৈয়্যবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী।
মাদ্রাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় বক্তব্য দেন রাহাতিয়া নঈমীয়া বশরিয়া ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম, মাদরাসা গভর্নিং বডির সদস্য অধ্যাপক মো. গোফরান, রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদ নেতা মো. খলিলুর রহমান, মাওলানা হারুন ফারুক নঈমী, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ নাজিম উদ্দীন, নুরুল উলুম মাদরাসার উপাধ্যক্ষ ড. মো. আবদুল হালিম, শিক্ষক মাওলানা আবদুল কাদের নঈমী, মাওলানা নাছির উদ্দিন নাহিদ প্রমুখ।