গল্প, আড্ডা, গান, নাচ আর স্মৃতিচারণের মধ্য দিয়ে রাঙ্গুনিয়ার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী গত ২ এপ্রিল বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক নেজামুল করিম নিজাম। সদস্য সচিব সিরাজুল আলমের সঞ্চালনায় ব্যাচ প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, রাঙ্গুনিয়ার সাবেক সংসদ নুরুল আলম তালুকদার, আজিজুর রহমান, ডেপুটি এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ট্রেজারার রেজাউল করিম রেজা, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, আবদুল মান্নান, সুনীল সাহা, শামসুল আলম, রতন বিশ্বাস, জরুরুল আনোয়ার, এম আলম জীবন, আবু বক্কর মেম্বার, মো. মমতাজ, ত্রিদিপ সাহা, মির্জা খোরশেদ, মো. শরীফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দীন, মো. জসিম, আলীকদম থানার ওসি মির্জা জহির, আনিসুর রহমান, মো. রাসেল প্রমুখ। শেষে পাহাড়ি নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গানে–আড্ডায়–স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। আগামী বছর বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।