রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হাসপাতালের হলরুমে গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন চন্দ্রঘোনা–কদমতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আজগর, ডা. তপন শীল, ডা. নৌশীন তাসনুভা, ডা. আব্দুর রব ফয়সাল, ডা. মো. নাজমুল হাসান, ডা. শিহান বিনতে আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. সুফিয়ান সিদ্দিকী। শেষে কুইজ প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে বিজয়ী ৬ জন ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে–খাবার খাব পুষ্টিগুনে এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৯ মে থেকে রাঙ্গুনিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু করা হয়। এই উপলক্ষে পুষ্টি সপ্তাহের উদ্বোধন, ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা প্রচার, স্বাস্থ্য সেবা কেন্দ্রে পুষ্টিসেবা জোরদারকরণ, মা ও শিশুর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ সংক্রান্ত আলোচনা, প্রবীণ ও কৈশোরকালীন পুষ্টি সম্বন্ধে আলোচনা, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পুষ্টি কুইজ আয়োজন, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন করেন। সরকারি নির্দেশনা অনুসারে গত ৯ মে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট বৃন্দ, সিনিয়র স্টাফ নার্সগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, সরকারের উন্নত ও স্মার্ট বাংলাদেশ করতে নতুন প্রজন্মকে প্রতিদিন প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। কারণ পরিমিত পুষ্টি না খেলে স্বাস্থ্যবান জাতি আশা করা কঠিন। তাই সরকার এই বিষয়টি তৃনমূল জনগণকে সচেতন করতে পুষ্টি সপ্তাহের আয়োজন করেছেন।