রাঙ্গুনিয়া ও কক্সবাজারের চকরিয়ায় পৃথক ঘটনায় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, গতকাল উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিআরবি নামক একটি ইটভাটায় দেয়ালধসে মো. হারুন (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হারুন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মোগলেরহাট জান মোহাম্মদপাড়া এলাকার মৃত নেয়ামত আলীর ছেলে।
বিআরবি ইটভাটার স্বত্ত্বাধিকারী সেকান্দর হোসেন চৌধুরী জানান, নিহত হারুন ইটভাটার কয়লা ঘর মেরামতের কাজ করছিলেন। হারুন ঘরটির টিনের চালে উঠলে ঘরটির দেয়ালসহ চাল ভেঙে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাউজানের গহিরা জে.কে মেমোরিয়াল হাসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দ্রন কুমার চক্রবর্ত্তী জানান, খবর পেয়ে লাশটি রাউজান থানা পুলিশের সহায়তায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত বিষয়ে বলা যাবে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে চকরিয়া প্রতিনিধি জানান, উপজেলার হারবাং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড রাখাইন পাড়ায় দেয়াল চাপা পড়ে তোফায়েল উদ্দিন (২৩) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার নুরুজ্জামানের পুত্র।
স্থানীয়রা জানান, গতকাল সকালে রাখাইন পাড়ার মংক্যাজ নামের এক ব্যক্তির পরিত্যক্ত দোকানের দেয়াল ভাঙতে যায় তোফায়েলসহ ৬ জন শ্রমিক। তারা পরিত্যক্ত দেয়াল ভাঙার কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিক তোফায়েলের ওপর চাপা পড়ে। এ সময় অপর শ্রমিকরা তোফায়েলকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।