রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা বাদশা মিয়া চৌকিদারের বাড়ির কালা চন্না’র বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জান্নাতুল মাওয়া ফাইজু (১৮)। সে ওই এলাকার মো. সাজ্জাদের স্ত্রী। এই ঘটনায় নিহতের মা জেসমিন আক্তার বাদী হয়ে মেয়ের জামাই সাজ্জাদকে আসামি করে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। মামলায় সাজ্জাদকে গ্রেফতার করে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
নিহতের স্বজনদের অভিযোগ, সাজ্জাদ এর সাথে তার স্ত্রী জান্নাতুলের পারিবারিক কলহের জের ধরে মনমালিন্য দেখা দেয়। সাজ্জাদ কথায় কথায় স্ত্রী জান্নাতুলকে মারধর করতো এবং মরে যাওয়ার জন্য প্ররোচনা দিতো। ঘটনার দিন সে শারীরিকভাবে স্ত্রীকে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ তুলেন তারা।
পরে গৃহবধূ তার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান স্বজনরা।
এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মা আত্মহত্যা প্ররোচনা মামলা দিলে মামলায় স্বামী সাজ্জাদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।












