রাঙ্গুনিয়ার ২২০০ কৃষক পেল সার, বীজ ও নারিকেল চারা

রাঙ্গুনিয়া প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ/২০২৪২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১৬০০ জন কৃষককে সার ও বীজ এবং ৬০০ জন কৃষককে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চিশতি।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, বিআরডিবি চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার প্রমুখ। শেষে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে নারিকেল বীজ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার
পরবর্তী নিবন্ধদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষি