রাঙ্গুনিয়ার সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন চৌধুরী। শিক্ষক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আকতার হোসেন খান, একতেহার হোসেন, মো. ইলিয়াস তালুকদার, মতিউর রহমান তালুকদার, কামরুন নাহার বেগম, ফজল করিম তালুকদার, আবদুল করিম তালুকদার, ইসমাইল হোসেন তালুকদার, মুহাম্মদ সোলায়মান হোসেন মক্কা, মো. ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মো. সামশুল আলম, নুর বানু বেগম, অঞ্জন কুমার দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআবারও বিচ্ছেদ মাহিয়া মাহির
পরবর্তী নিবন্ধশহীদ শাহজাহান সংঘ ক্রিকেট দলের প্রশিক্ষণ উদ্বোধন