রাঙ্গুনিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মিল্টন পাঁচলাইশে গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন চৌধুরী মিল্টন (৫১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর ২নং গেটের ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশের পট পরিবর্তনের পর মিল্টন এলাকা ছেড়ে চলে যান। তিনি গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে আত্মগোপন ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে পুলিশ ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীসহ ৩ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পরবর্তী নিবন্ধশীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে নিয়ে বায়েজিদে ওসির মাইকিং