রাঙ্গুনিয়ার শিলকে তাফসীরুল কুরআন মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শিলক নটুয়ার টিলা যুব ঐক্য পরিষদ, এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগ ১২তম তাফসীরুল কুরআন মাহফিল শনিবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে রাতব্যাপী শিলক ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। নটুয়ার টিলা যুব ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আনাস মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলজামিয়া আরাবিয়া মোজাহেরুল উলুম চট্টগ্রামের মুহাদ্দিস আল্লামা ক্বারী নূর উল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন মাওলানা নুরুল আজিম। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মিজানুর রহমান বুখারী, আল আহনাফ রির্সাচ কাউন্সিল বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি সানাউল্লাহ নূরী মাহমুদী, প্রাইম গ্রুপ জামে মসজিদ ঢাকা এর খতিব মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, মাওলানা নুরুল আজিম প্রমুখ। এতে স্থানীয় ওলামাবৃন্দ বক্তব্য রাখেন। শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ