রাঙ্গুনিয়ার রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির মিলাদ মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (সা🙂 উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মিলাদ মাহফিল বাজার মাঠে মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরীকে সংবর্ধিত করা হয়। ধর্মীয় আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ রাহাতুল মোস্তফা আল কাদেরী, মাওলানা নবীর হোসাইন নঈমী, মাওলানা শহিদুল আমিন মুরাদ আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল মাবুদ আল কাদেরী, মাওলানা হাফেজ মুহাম্মদ আলমগীর প্রমুখ। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আজিজুল হক চৌধুরী নঈমী, পৌরসভা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুল সবুর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করা হবে
পরবর্তী নিবন্ধকাটিরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন