রাঙ্গুনিয়ার রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি

| শনিবার , ২৯ জুন, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও সদ্য অবসরে যাওয়ার শিক্ষকদ্বয়ের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে গত ২৬ জুন অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার সুমন শর্মা, এম আহসানুল করিম পীরজাদা। সংবর্ধিত অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দত্ত, গণিত বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুহাম্মদ সিরাজ উল্লাহ। কলেজের অধ্যাপক মুন্সি রুহুল আমিন ও অধ্যাপক পুষ্প বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌধুরী মুহাম্মদ আবু হোসেন ইবনে হাশেম, কে আর এম পিয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী, মঞ্জুর মিয়া, সিহাব উদ্দিন খালেদ, নুর আহমেদ, ছগির আহমদ, প্রধান শিক্ষক মো. নুরুন্নবী, কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মুহাম্মদ একরাম, অধ্যাপক আজিজুর রহমান শরিফ প্রমুখ। শেষে বিদায়ী স্মারক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা। পরে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান ও বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধআবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রাউজানের যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবেগম জিয়া মুক্ত হলেই মুক্তি পাবে গণতন্ত্র