রাঙ্গুনিয়ার মুরাদেরঘোনা বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ঐতিহ্যবাহী মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা বদিউল খায়ের লিটন চৌধুরী উপজেলা পর্যায়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) শ্রেষ্ঠ সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাস্টার নির্মল কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষিকা মনোয়ারা বেগম।

ব্যবসায়ী নেতা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক জগলুল হুদা, অভিভাবক সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বাপ্পী বড়ুয়া, আজিজুল ইসলাম, শিক্ষক তাপস চক্রবর্তী, জয়শ্রী দে, কুসুম আক্তার, ফারজানা নাসরিন, তাপসী চৌধুরী বড়ুয়া, যুবলীগ নেতা মো. ফোরকান উদ্দিন, মো. শওকতুল ইসলাম চৌধুরী, রণি চৌধুরী, লোকমানুল হক চৌধুরী, মো. জাবেদ প্রমুখ। শেষে তাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেতাগী রহমানিয়া মাদরাসায় ছবকদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঅপরাজনীতি করলে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল করা হবে