রাঙ্গুনিয়ার বুদ্ধ মহাধাতু চৈত্য বিহারে দিনব্যাপী অনুষ্ঠান

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলাস্থ বুদ্ধ মহাধাতু চৈত্য বিহারে বৌদ্ধ নরনারীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র ট্রাস্টি ও চেয়ারম্যান, একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধকল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট রাজনীতিবিদ রুবেল বড়ুয়া।

আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার কেন্দ্রিয় বৌদ্ধ বিহারের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ বিধান বড়ুয়া। পুণ্যানুষ্ঠানে জয়ন্তীর নায়ক পূজ্য ধুতাঙ্গ ভান্তে একক সদ্ধর্ম দেশনায় বলেন, মানুষের মনের ভাবপ্রকাশের মাধ্যমই হচ্ছে ভাষা। সুতরাং মুখের দ্বারা কোনো বাক্য ভাষণ করলে সুগন্ধযুক্ত পুষ্পের মতো মনোরম গ্রহণ যোগ্য বাক্য ভাষণ করাই উত্তম মঙ্গল। তাই উপাসকউপাসিকাদের হিতমুখমঙ্গলকামী হয়ে বলছিমূল্যহীন হাজার বাক্য পোষণ না করে বুদ্ধের ভাষিত সাম্যমৈত্রী ও অহিংসামূলক বাক্য ভাষণের দ্বারা একে অপরের সধ্যে সুসমপ্রীতি বজায় রেখে সুন্দরভাবে জীবন যাপন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘনিষ্ঠ বন্ধু মনমোহন সিংয়ের প্রয়াণে ব্যথিত মুহাম্মদ ইউনূস
পরবর্তী নিবন্ধএস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভা