রাঙ্গুনিয়ার দেওয়ান বাজার বেনুবন বিহারে কঠিন চীবর দানোৎসব

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:০৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা দেওয়ান বাজার বেনুবন বিহারে কঠিন চীবর দানোৎসব বিহার প্রাঙ্গণে গত ১৮ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি ইন্দাচারা মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতঘরিয়া পাড়া শান্তিকুঞ্জ বিহারের অধ্যক্ষ দীপানন্দ থের। সংবর্ধিত অতিথি ছিলেন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া। প্রধান ধর্মালোচক ছিলেন রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সহ সভাপতি উত্তমানন্দ থের। ধর্মদেশক ছিলেন জ্যোতিসেন থের, . তপানন্দ ভিক্ষু, জ্ঞানবংশ থের, দেবমিত্র ভিক্ষু প্রমুখ। বক্তব্য দেন দেওয়ান বাজার বৌদ্ধ প্রগতি সংঘের সভাপতি সুজন বড়ুয়া নয়ন, দেওয়ান বাজার বেনুবন বিহার সেবক কমিটির কার্যকরী সভাপতি অনিল বড়ুয়া, সাধারণ সম্পাদক সুরঞ্জন বড়ুয়া, অর্থ সম্পাদক আদর্শ বড়ুয়া, সহ অর্থ সম্পাদক সুমন বড়ুয়া টুনু প্রমুখ। সঞ্চালনা করেন দেবব্রত বড়ুয়া রুবেল ও প্রিয়তোষ বড়ুয়া। এদিন সকাল থেকে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকেও উপাসক উপাসিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে ইসিকে কার্যকর ভূমিকা রাখতে হবে’
পরবর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধী অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় রুখে দাঁড়াতে হবে