রাঙ্গুনিয়ার দুই যুবককে কুপিয়ে জখম করল সন্ত্রাসীরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:১৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় দুই যুবককে কুপিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সরফভাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত বজলু আহমেদের ছেলে নেয়ামত উল্লাহ (৩৮) এবং একই এলাকার আব্দুস সোবহানের ছেলে তোফায়েল আহমেদ (৪৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত সংঘবদ্ধ সন্ত্রাসীরা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি তাদের কোপাতে থাকে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়েছি, তবে এখনো থানায় কেউ অভিযোগ করতে আসেনি।

পূর্ববর্তী নিবন্ধএক ভবনে ৮ প্রতিষ্ঠানে চুরি, নিল টাকা, নষ্ট করল ফুটেজ
পরবর্তী নিবন্ধ‘পর্যটন শিল্পে নারী’ উইম্যান চেম্বারের সাহসী উদ্যোগ