চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুই থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলামকে সাতকানিয়া থানার ওসি এবং রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিমকে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় বদলি করা হয়েছে। তাদের স্থলে সাতকানিয়া থানার ওসি মো. মোস্তফা কামাল খানকে রাঙ্গুনিয়া মডেল থানার ওসির দায়িত্ব এবং জোরারগঞ্জ থানার ওসি এটিএম সিফাতুল মাজদারকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ওসির দায়িত্বে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাঙ্গুনিয়াজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি, মারামারিসহ নানা অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তৎমধ্যে চলতি সপ্তাহে উপজেলার দুই স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এছাড়া চন্দ্রঘোনায় দুই গ্রুপের মারামারি, ইসলামপুরে দুই ফুটবল খেলোয়াড়কে ছিনতাইয়ের পর একজনকে ধরে সাধারণ জনগণের স্বীকারোক্তি আদায়ের পরও কোন আইনানুগ ব্যবস্থা না নেয়া, পদুয়ায় প্রবাসীর পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, বালি মহাল নিয়ে একাধিক পক্ষের উত্তেজনা বিরাজ করছে।
এর বাইরেও একের পর গরু চুরির ঘটনা এবং মাদকের বেপরোয়া বাণিজ্যে অতিষ্ট সাধারণ মানুষ। এ নিয়ে রাঙ্গুনিয়াজুড়ে আতংক বিরাজ করছে। তাই নতুন যোগদান করতে আসা দুই ওসি’র প্রতি পুলিশি তৎপরতা দ্রুত বৃদ্ধি করতে আহবান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।