রাঙ্গুনিয়ার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও অফিস সহকারী অবসর নেয়ায় তাদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের হলরুমে গত ৫ সেপ্টেম্বর দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী মো. জহুরুল ইসলাম।

সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান ও অফিস সহকারী বটন কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন পরিচালনা কমিটির সদস্য ফজলুল করিম, বর্তমান সদস্য আবু তৈয়ব সিদ্দিকী, কমল দাশ, সঞ্জয়ন সুশীল, মো. সিরাজুল আলম, সহকারী প্রধান শিক্ষক এমরানুল হক, ব্যবসায়ী মো. কামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি রুবায়েত রাশেদ, মো. শাহ আলম, শিক্ষক নিভা দত্ত, শাহানুর আফরোজা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা দীপালী বিশ্বাস। সংবর্ধিত অতিথি প্রাক্তন প্রধান শিক্ষক আবদুর রহমান বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ছিলেন। পরবর্তীতে ২০০৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২১ এর ১৪ জানুয়ারি পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এবং বিদ্যালয় ও স্কুল শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার, ক্রেস্ট ও মানপত্র দিয়ে সম্মান প্রদর্শন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবারইয়ারহাটে সনাতন সংঘের সভা
পরবর্তী নিবন্ধআধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ