রাঙ্গুনিয়ার কোদালায় যুবলীগের শোভাযাত্রা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিএনপিজামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রনৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ও রাইখালী ইউনিয়ন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল যোগে শান্তি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বেলজিয়াম যুবলীগের ধর্ম সম্পাদক মো. শোয়েব হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। দুই শতাধিক মোটরসাইকেল যোগে অনুষ্ঠিত মোটরসাইকেল শোভাযাত্রাটি চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে শুরু করে রায়খালীর কৃষি গবেষণা ইনস্টিটিউট হয়ে, বান্দরবান সড়কের বড়খোলা পাড়া এবং সেখান থেকে সৈয়দ আলী সড়ক পথে কোদালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার লক্ষ্য হতে হবে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা
পরবর্তী নিবন্ধবেগমজান উচ্চ বিদ্যালয় এসএসসি ‘চির অম্লান ৯৩’ ব্যাচের পুনর্মিলনী ৩০ সেপ্টেম্বর