রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসানের সাথে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেস্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, সদস্য আজম খাঁন, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহাবুব ছাফা, যুগ্ম আহবায়ক মো. ফজলুল হক, সাবেক সভাপতি নবাব মিয়া, যুগ্ম আহবায়ক আলী আজগর, জাহাঙ্গীর আলম খোকন, মো. আবদুল শুক্কুর, সদস্য আকতার হোসেন মিয়াজী, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর, সদস্য সচিব এস এম লোকমান, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম, সদস্য সচিব মো. মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহাজাহান সিকদার, সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মণি, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার প্রমুখ।
সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অবৈধ ইটভাটা বন্ধ ও জব্দ করা সব অবৈধ বালু সঠিক নিয়মে নিলামে বিক্রির দাবি জানান।