রাঙ্গুনিয়ায় ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:১০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চারটি উপজোনে ভাগ করে গত ১০ সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীরা পৃথকভাবে অংশ নেয় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার, দাবা ও সাইক্লিংয়ে। প্রথমে এই ইভেন্টগুলোর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টের বাছাই পর্ব শেষে উপজেলা পর্যায়ে গত ১১ ও ১২ সেপ্টেম্বর শিশু মেলা মডেল স্কুল মাঠে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষের দিন বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মুক্তি সাধন বড়ুয়া। বিভিন্ন জোনে ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন তালুকদার, রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা কাজী আব্দুল আলীম জামেয়ায় নতুন অধ্যক্ষ
পরবর্তী নিবন্ধ১ম বিভাগে ইয়ং স্টার ব্লুজ ও ২য় বিভাগে সি এফ সি চ্যাম্পিয়ন