রাঙ্গুনিয়ায় ২ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার সরফভাটায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫১ ধারায় সরফভাটা ক্ষেত্রবাজারের শাহ মেহরিয়া স্টোরের মোহাম্মদ আব্দুল সবুরকে ১০ হাজার টাকা ও অঞ্জন কুলিং কর্ণারের অঞ্জন কুমার নাথকে ২০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

পূর্ববর্তী নিবন্ধশেখেরখীলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময়
পরবর্তী নিবন্ধলন্ডনে টাকা পাচার: সালমান, ছেলে ও ভাতিজার বিরুদ্ধে দুদকের মামলা