রাঙ্গুনিয়ায় ২০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন হচ্ছে সড়ক

রাঙ্গুনিয়া প্রতিনিধি  | শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট জিসি আরএইচডি উত্তর নোয়াগাঁও গুইয়াতল সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ শেষ হলে পার্বত্য এলাকার সাথে রাঙ্গুনিয়ার যোগাযোগের নতুন মাধ্যম সৃষ্টি হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে সড়কটির উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরসিআইপি প্রকল্প চট্টগ্রামের কনসালটেন্ট মো. রবিউল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মো. মহসিন, বিএনপি নেতা নেজাম চৌধুরী, জুনাইদুল ইসলাম চৌধুরী, মো. হারুন, মো. ইলিয়াস উদ্দিন প্রমুখ।

স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা যায়, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৯২ লাখ টাকা। সড়কটির উন্নয়ন হলে স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলের বেতবুনিয়া ও কাউখালি এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। সড়কটি নির্মাণ হলে স্থানীয় কৃষকরাও সহজে পণ্য পরিবহন করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ
পরবর্তী নিবন্ধপ্রযুক্তি ব্যবহারে নারী : কতটা নিরাপদ?