রাঙ্গুনিয়া থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনসুর আলী দীর্ঘ ১৫ বছর পর র্যাবের হাতে আটক হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকা থেকে আসামি মনছুর আলীকে আটক করা হয়। র্যাব–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মনছুর আলীর অবস্থান জানতে পারলে র্যাব নজরদারি চালায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।