রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪৬০ ঘনফুট সেগুন ও কড়ই কাঠ উদ্ধার করা হয়েছে। ইছামতি রেঞ্জের নিশ্চিন্তাপুর বন বিটের আওতাধীন পশ্চিম নিশ্চিন্তাপুর খলিফাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা বলে জানান সংশ্লিষ্টরা। এ বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা আসামিদের বিবাদী করে বন আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, বন বিভাগ সেনাবাহিনীর সহযোগিতায় গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত এ অভিযান চালিয়েছে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। অভিযানে ৪৫২.১৯ ঘনফুট পরিমাপের ৪৬০ টুকরো সেগুন গোলকাঠ, ৭.১৪ ঘনফুট পরিমাপের ১৫ টুকরো কড়ই কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠ ইছামতি রেঞ্জ কার্যালয় হেফাজতে নেয়া হয়েছে। অবৈধ কাঠ পাচাররোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।