রাঙ্গুনিয়া উপজেলায় হেফাজতে ইসলামের সম্মেলন গতকাল বুধবার উপজেলার জান মুহাম্মদ পাড়া জামিয়া দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মুফতি আব্দুল কাদেরকে সভাপতি ও ক্বারী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি আল্লামা মুফতি সাআাদাত হুসাইন। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। আব্দুল খালেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমীর আল্লামা আবু তাহের নদভী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি আব্দুল কাদের প্রমুখ।