চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার এজহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মাহবুবুল আলম (৩৩)। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বগাবিলি গ্রামের দরগাটিলা এলাকার নুরুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার রাতে রাউজানের হলদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার আলী আকবর ও টিপু নামে একই মামলার আরও দুই আসামিকেও গ্রেপ্তার করেছিল র্যাব।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত মাহবুব এই হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তাকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। কাল (বৃহস্পতিবার) তাকে আদালতে তোলা হবে।
সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এম আবু তৈয়ব তালুকদার দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত প্রার্থী আজগর আলী এতে ক্ষিপ্ত হন। তার নেতৃত্বে সংঘবদ্ধ দল প্রথমে ওই বছরের ১১ ডিসেম্বর হৃদয় নামের এক সমর্থক এবং পরদিন ইউপি সদস্য তৈয়ব তালুকদারের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাঙ্গুনিয়ার রানীরহাট থেকে রাজানগরের বগাবিলী গ্রামে যাওয়ার পথে তৈয়বের বড় ভাই প্রবাসী ইউসুফের ওপর ফের হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী আজগর আলীসহ ১২ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। সর্বশেষ এই হত্যা মামলায় ১২ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। চার্জ গঠনের পর বিচার শুরুর আদেশ দিয়েছেন বিচারক।












