বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পদুয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. খায়েজ আহমদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সভাপতি মো. শাহজাহান সিকদার। প্রধান অতিথি ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন তালুকদার। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। পদুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন সুজন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. খালেদ রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহির উদ্দিন বাবর, রাঙ্গুনিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনি তালুকদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু তালেব, মো. বেদার, সদস্য মো. দেলোয়ার, রাঙ্গুনিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবু মুছা, মো. সোভেল তানভীর, পদুয়া ইউনিয়নের আহ্বায়ক মো. মহিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, পদুয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. টিপু সুলতান প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দুপুরে স্বেচ্ছাসেবক দল নেতা মো. খায়েজ আহমদকে তার নিজ ঘরে গিয়ে মারধর করে একদল দুর্বৃত্ত। একপর্যায়ে তাকে জোরপূর্বক তুলে মারতে মারতে নিয়ে যায় রাজারহাট বাজারের খুরুশিয়া সিএনজি অটোরিকশা স্টেশনে।
সেখানেও প্রকাশ্যে বেধড়ক মারধর করে রক্তাক্ত যখম করা হয় তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এই ঘটনায় পদুয়ার হারুয়ালছড়ি ইকোপার্ক এলাকার রুবেল, বেলাল, সোল্লাইমান, বাদশা এবং সারাশিয়া এলাকার সুমনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে বিবাদী করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী খায়েজ আহমদ।