রাঙ্গুনিয়া আলো যুব একতা সংঘ আয়োজিত নূরের আলো সুপার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার রাতে রাঙ্গুনিয়া থানা সংলগ্ন মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে সৈয়দবাড়ি ভাইকিংস ৭৬ রানে হঠাৎ ক্রিকেট একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহন করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের তামিমুল ইসলাম তামিম। টুর্নামেন্টে সেরা দর্শকের পুরষ্কার পান মো. আনোয়ার ইসলাম। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব। সংগঠনের সভাপতি সৈয়দ মো. ফাহিমের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক রহিম উদ্দিন সিকদার, মো. মাহাবুবুল আলম সিকদার, নাজমুল আমিন তারেক প্রমুখ।












