রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ৬নং ওয়ার্ড ছাত্র ও যুব সমাজের আয়োজনে এবং কোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদারের নেতৃত্বে দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাহ উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন স্থানীয় মাঠে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “শহীদ সালাহ উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের” সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবং উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন শওকত আলী তালুকদার। উদ্বোধক ছিলেন কোদালা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ফজল আহমেদ মেম্বার। প্রধান বক্তা ছিলেন কোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদার। মো. সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইলিয়াছ সিকদার, মো. জাহাঙ্গীর, বাবর আলম, সৈয়দ নূর সওদাগর, মো. ইউনুছ মনি, মো. এনাম সওদাগর, মো. শহিদুল্লাহ, মো. আরমান, জহিরুল ইসলাম, মো. নেজাম, রাসেল ইকবাল, মো. ইদ্রিছ, জালাল সওদাগর, মো. ফরহাদ আলম, নাঈম উদ্দিন, আবছার মেম্বার, মো. কাশেম, মো. রাসেল, আরজু ইসলাম, মো. শওকত, মো. আলমগীর, এনাম সওদাগর প্রমুখ।
শুরুতে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় ব্রহ্মোত্তর বয়েজ ক্লাব জয়লাভ করে।