রাঙ্গুনিয়ায় ‘শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ’ আয়োজিত ফুটবল টুনার্মেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাগলা মামা নয়নমনি একাদশ। ফাইনালে তারা ফকিরমামা ফুটবল একাদশকে ১–০ গোলে পরাজিত করে। গতকাল মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট ইছামতী নদীর মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহবায়ক মাহাবুব ছাফা। উদ্বোধক ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল সালাম। পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া ক্লাবের সদস্য সচিব মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সদস্য মাহাবুবুল আলম, উত্তরজেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন, পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওমর কাইয়ুম, ৭নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি সেকান্দর হোসেন, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চান্দু, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, দিদার লাহেড়ী, মাসুদ রানা, এস এম মনির, জামাল সওদাগর, মো. ফারুক সওদাগর, পৌরসভা ছাত্রদলের সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন ফয়সাল, খান মোহাম্মদ জুলহাজ্ব, পৌরসভা শ্রমিক দলের আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব কামরুল ইসলাম, প্রবাসী মো. শহীদুল্লাহ, এনামুল ইসলাম, পৌরসভা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সিরাজুল ইসলাম হিরু, মো. মুবিন প্রমুখ। বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির মো. জাহেদ, মুক্তার হোসেন আকাশ, মো. মিটু, মো. সাজ্জাদ, মো. আরিফ, মো. রিয়াজ, মো. আসিফ, মো. সেলিম, মো. মামুন, মো. হৃদয়। খেলার রেফারি ছিলেন মানিক কান্তি দাশ। শেষে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।